Rajasthan vs Punjab in IPL on Wednesday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের প্লে অফের প্রথম দুই স্থান নিশ্চিত করার লক্ষ্যে বুধবার খেলতে নামছে রাজস্থান রয়্যালস দল। তাঁদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এমনিতে দশ নম্বরে থাকা পঞ্জাবের বিরুদ্ধে এগিয়ে থেকেই শুরু করবে রাজস্থান রয়্যালস দল। এই ম্যাচ জিতলেই তারা কোয়ালিফায়ার ওয়ান নিশ্চিত করে ফেলবে। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে হঠাৎই তাঁদের ছন্দপতন হয়েছে। এরই মধ্যে দলের ওপেনার জস বাটলার দল ছেড়ে দেওয়ায় আরও বিপাকে পড়েছে রাজস্থান শিবির। তাঁদের কাজটা আরও কঠিন হয়ে গেছে, কারণ নতুন করে ওপেনিং কম্বিনেশন তৈরি করতে হচ্ছে তাঁদের। এদিকে পঞ্জাব কিংসের অবস্থাও খুব ভালো নয়। তবে হাতে তাঁধের দুটি ম্যাচ রয়েছে। তাই তাঁদের কাছে এই দুই ম্যাচ কার্যত নিজেদের সম্মানরক্ষার। পরের দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলে অন্তত লিগের শেষ স্থান এড়াতে পারবে প্রীতি জিন্টার দল। এখন দেখার রাজস্থান, দিল্লি লড়াইতে শেষ হাসি কে হাসে।