Rahul did not go with the team, what will happen to Lucknow in the playoffs
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আইপিএলে মাস্ট উইন ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আরসিবির বিপক্ষে হেরে যাওয়ায় দিল্লির পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। কারণ নেট রান রেটও তাঁদের অনেকটাই কম। এই ম্যাচে ফিরবেন অধিনায়ক পন্থ। কিন্তু রাস্তা এখনও খোলা রয়েছেন লখনউয়ের সামনে। নিকোলাস পুরানদের দল যদি পরপর দুটি ম্যাচে জিততে পারে সেক্ষেত্রে তাঁদের সামনে প্লে অফের রাস্তা খুলে যেতে পারে। কারণ এই মূহূর্তে তাঁদের পয়েন্ট সংখ্যা ১২, দুটো ম্যাচ জিতলে হবে ১৬। সেক্ষেত্রে বড় সম্ভাবনা থাকবে তাঁদের যাওয়ার, অবশ্য নেট রান রেট বাড়িয়ে নিতে হবে তাঁদের। এদিকে গত ম্যাচে সানরাইজার্সের বিপক্ষে হারের পর প্রবল অশান্তির মধ্যে পড়েন লোকেশ রাহুল। ফলে তাঁর দল অবশ্যই চাইবে ম্যাচ জিততে। এখন দেখার দিল্লির কি লখনউয়ের যাত্রা কার্যত শেষ করে দেয়, নাকি প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে লখনউ। অবশ্য এর মধ্যেও জল্পনা রয়েছে, যে লোকেশ রাহুল নাকি দলের সঙ্গে দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাননি।