IPL auction marquee list revealed
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রকাশিত হয়ে গেল আইপিএলের ক্রিকেটারদের তালিকা এবং তাঁদের দাম। সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইসের মধ্যে রয়েছেন মোট ৮১জন ক্রিকেটার। মার্কি তালিকায় নাম থাকা ১২জন ক্রিকেটারের মধ্যে একমাত্র ডেভিড মিলারের বেস প্রাস ১.৫ কোটি টাকা, বাকি সকলের দাম ২ কোটি করে। প্রথম সারিতে নাম রয়েছে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, জোস বাটলার, কাজিসো রাবাদা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। দ্বিতীয় মার্কি সেটে নাম রয়েছে যুজবেন্দ্র চাহাল, ডেভিড মিলার, লোকেশ রাহুল, লিয়াম লিভিংস্টোন, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের। এই ১২জনই যে বেশ চড়া দামে বিক্রি হবেন তা বলাই বাহুল্য। যদিও এত দাম পাননি ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।