Internal conflict of Trinamul Congress over the inauguration of Kali Puja.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের একবার প্রকাশ্যে তৃণমুল কংগ্রেসের অভ্যান্তরীণ কোন্দল। কলকাতার বুকেই চলল ক্লাব ভাঙচুর। যুযুধান দুই তৃণমুল গোষ্ঠির বিরুদ্ধেই উঠল অভিযোগ, আর ঘটনাটি ঘটল তৃণমুল সুপ্রিমোর খাস তালুক দক্ষিণ কলকাতাতেই। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমুল কংগ্রেস কর্মি যা কাউন্সিলর লিপিকা মান্না ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁদের বিরুদ্ধে অভিযোগ হালতুর এক কালিপুজোর ক্লাবের সদস্যদের ওপর চড়াও হওয়ার। হালতু নবীন সংঘের ক্লাবে ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এসে পুজো উদ্বোধন করাতেই রোষানলে পড়ে ক্লাব কর্তারা। এরপর তাঁদের ক্লাব ভাঙচুর করতে আসে লিপিকা মান্নার ঘোষ্ঠির তৃণমুল সমর্থকরা, এমনটাই অভিযোগ। সেই সময় বাধা দিতে গেলে এক দম্পতিকে বেধরক মারধর করা হয় এবং তাঁদের চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। একজন হাসপাতালেও চিকিৎসাধীন।