Around 18,000 workers have been laid off by Intel, one of the world’s leading chip makers
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের চরম সিদ্ধান্ত।সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ইন্টেল (INTEL )। অর্থাৎ চাকরি খোয়াবেন ১৮ হাজার কর্মী।
বৃহস্পতিবারই এই ঘোষণা করেছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা ইন্টেল । বিশ্বের অন্যতম বড় সংস্থা জানিয়েছে, তাদের মোট কর্মক্ষমতার ১৫ শতাংশ ছাঁটাই করা হবে।ইন্টেল জানিয়েছে, এই বছরে তাদের ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ইনটেল নিজেদের ত্রৈমাসিক হিসাবের তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, ১ দশমিক ৬ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে পড়েছে প্রতিষ্ঠানটি।ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার বলেছেন, ‘আমাদের আর্থিক অবস্থা হতাশাজনক ছিল। দ্বিতীয়ার্ধের পরিস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি চ্যালেঞ্জিং।’ তাই সব কিছু চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।