No rain, India’s match canceled due to wet outfield
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: খারাপ আবহাওয়ার জন্য ফ্লোরিডায় ভারতীয় দলের ম্যাচ বাতিল হতেই আরও কয়েকদিন বিশ্রাম পেল ভারত। তবে কানাডা ম্যাচের দিন বৃষ্টি হয়নি। আয়োজকদের পরিকাঠামোগত ত্রুটির জন্যই ম্যাচ আয়োজন করা গেল না। ১২ তারিখ তাঁরা শেষ ম্যাচ খেলেছিল, ফের ২০ তারিখ তাঁরা সুপার এইটে পরের ম্যাচে মাঠে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। মাঝে আট দিনের বিরতির পেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কানাডার বিরুদ্ধে এই ম্যাচ হলে অবশ্য বিরাট কোহলিকে আরও একবার দেখে নেওয়ার সুযোগ পেতেন রাহুল দ্রাবিড়রা। সেই সুযোগ না পেলেও হাতের এই সময় ভালো ভাবে কাজে লাগাতে মরিয়া টিম ইন্ডিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজ গেলেই বিরাটেরব্যাটে ফের রান আসবে বলেই আশা করছে টিম ইন্ডিয়া। সুপার এইটে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া।