India’s foreign minister taunted Congress over Pakistan-occupied Kashmir
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মাত্র একদিন আগেই ভারতের এয়ারফোর্সের কনভয়ে হামলা হয়েছে কাশ্মীরে। সেই হামলায় একজনের মৃত্যু হয়েছে। বায়ুসেনার কনভয়ে কিভাবে হামলা, সেই নিয়ে চলছে তদন্ত। এরই মধ্যে কাশ্মীর ইস্যুতে বড় কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কাশ্মীরে পাকিস্তানের মদৎপুষ্ট জঙ্গিদের এত রমরমার কারণ পাক অধিকৃত কাশ্মীরের দখল তাঁদের কাছে রয়েছে। এরই মধ্যে ভারতের বিদেশমন্ত্রী রবিবার এক অনুষ্ঠানে গিয়ে জানালেন, পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। ভবিষ্যৎ-এ কি হবে সেটা তিনি এখনই বলতে না পারলেও, সেখানকার মানুষ চাইছে ভারতে আসতে, দাবি করেন এস জয়শঙ্কর। পাশাপাশি এও বলেন, অনেকদিন আগেই কাশ্মীরে ৩৭০ ধারা রদ এবং পিওকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করা উচিত ছিল, কিন্তু অনেকেই পিওকের বিষয়টি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এক্ষেত্রে অভিযোগের তীর কংগ্রেসের দিকেই। এখন অবশ্য পিওকেতে নজর পড়ায় মানুষের মধ্যে বিষয়টি নিয়ে জ্ঞান বেড়েছে, একইসঙ্গে তিনি বলছেন, ওই এলাকাগুলোয় নজর না দেওয়ার কারণেই এত অশান্তির সূত্রপাত। নাহলে সন্ত্রাসবাদীরা কখনই সাহস পেতেন না।