Big win for Indian team in Chennai Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টে বড় জয় পেল ভারত। বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। প্রত্যাশিতভাবেই ম্যাচ শেষ হল, তবে খেলা সাড়ে তিন দিনও গড়ালো না। তাঁর আগেই ম্যাচের জবনিকা পতন করে দিলেন অশ্বিন-জাদেজারা। রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৬ উইকেট। রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে নিলেন ৩ উইকেট ম্যাচে পাঁচ উইকেট। কার্যত বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি ভারতীয় বোলারদের সামনে। হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিয়েছেন পাকিস্তানকে হারানোর আর ভারতকে হারানো এক বিষয় নয়। সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট।