The country’s first hydrogen-powered train without diesel and electricity! Trial in December
দেশ
মুনমুন রায় প্রতিনিধি:এক বিশেষ প্রযুক্তির ট্রেন আনছে ভারতীয় রেল। রেল ট্র্যাকে ছুটবে এমন একটি ট্রেন, যার জন্য লাগবে না কোনও ডিজেল, লাগবে না কোনও বিদ্যুৎ। শক্তি জোগাবে জল থেকে পাওয়া হাইড্রোজেন। রেল সূত্রে খবর, ডিসেম্বর মাসেই ট্রায়াল হবে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের। তার পর ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে তা চালু হবে। এই ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে যাবে ভারতীয় রেল।
ঘন্টায় ৪০ হাজার লিটার জল লাগবে এই ট্রেন চালাতে। তাই আগে থেকে এই ট্রেনের পরিকাঠামো সেভাবেই তৈরি করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসেই এই হাইড্রোজেন ট্রেনের পাইলট প্রোজেক্ট শুরু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় রেল প্রথম দফায় ৩৫ টি হাইড্রোজেন ট্রেন চালু করার পরিকল্পনা করছে। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে হরিয়ানায়। জিন্দ-সোনিপত রুটে এই পরিবেশবান্ধব ট্রেন যাত্রা শুরু করবে। প্রাথমিকভাবে ৯০ কিলোমিটার দীর্ঘ রুটে তা চালু হলেও, পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তে হাইড্রোজেন ট্রেন পরিষেবা শুরুর পরিকল্পনা রয়েছে রেলের। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা-শিমলা রেলওয়ে-সহ দেশের অন্যান্য পাহাড়ি এবং দুর্গম রেলপথে এই ধরনের ট্রেন চালাবে রেল।
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে ৮০ কোটি টাকা খরচ হবে। ২০২৫ সালের মধ্যে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেলের। ডিসেম্বরে ট্রায়াল সফল হওয়ার পর রেল ঘোষণা করবে কবে থেকে এই ট্রেন পুরো মাত্রায় চালু হবে।