Indian pacer Akashdeep set a shameful record at the Wankhede Stadium.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় পেসার আকাশদীপ। টিম ইন্ডিয়ার এই ব্যাটার দুই ইনিংসেই এত খারাপ ব্যাটিংয়ের নজির রাখলেন, যা অতীতে কেউ রাখেনি এতকাল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে আকাশদীপই প্রথম ক্রিকেটার যিনি দুই ইনিংসেই গোল্ডেন ডাক এবং ডায়মন্ড ডাকের শিকার হয়েছেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একটিও বল না খেলে, ডায়মন্ড ডাকের শিকার হয়েছিলেন আকাশদীপ। মনে করা হয়েছিল দ্বিতীয় ইনিংসে হয়ত তিনি ওয়াসিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধে দলকে জেতাতে পারেন। কিন্তু কোথায় কি! দ্বিতীয় ইনিংসে তিনি প্রথম বলেই আউট হলেন অর্থাৎ গোল্ডেন ডাক। ০ রানে গ্লেন ফিলিপসের বলে আউট হতেই লজ্জার রেকর্ডবুকেই নাম তুললেন আকাশদীপ।