Indian football team drew with Mauritius
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবল দল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। দুর্বল মরিশাসের বিপক্ষেও ইন্টারকন্টিনেন্টাল কাপে জিততে পারল না ভারতীয় ফুটবল দল। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে অনেক পিছনে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ মরিশাস। ঘরের মাঠে আশা করা হয়েছিল ভারত জিতবে তাদের নতুন কোচের প্রথম ম্যাচে। কিন্তু কোথায় কি? প্রতিপক্ষ বক্স পর্যন্ত আক্রমণ করল, এটুকুই। এরপর আর এগোতে পারল না ভারতীয় আক্রমণ ভাগের ফুটবলার। একটা আধটা গোলমুখী শট নিলেও তাতে মরিশাসের গোলরক্ষককে পরাজিত করা গেল না। ভারতীয় ফুটবল দল সুনীল ছেত্রীর অবসরের পর খেলতে নেমেছিল এই ম্যাচে। এর আগে একটা ম্যাচে খেললেও সেটি ছিল ইগর স্টিম্যাচের সময়। কিন্তু গোল করার লোকের অভাবে ম্যাচ জেতা হল না অনিরুদ্ধ থাপা, মনবীর সিংদের। ম্যাচের প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করলেন মনবীর সিং, দ্বিতীয়ার্ধে মিস করলেন নন্দকুমার।