BCCI has strict guidelines for Ishan Kishan
ক্রিকেট
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক :শেষ কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণের সঙ্গে বোর্ডের সম্পর্ক। বিসিসিআইয়ের নির্বাচক এবং কোচ বারবার এই দুই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেও তাঁরা খেলতে রাজি হননি। শ্রেয়স যাও বা মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনালে নেমেছিলেন, ইশান কিষান তো তাও খেলেননি। এরপর বিসিসিআইয়ের রোষানলে পড়ে তাঁরা কেন্দ্রীয় চুক্তির আওতা থেকে অপসারিত হন। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে শ্রেয়সকে ফেরানো হলেও ইশান কিষান এখনও জাতীয় দলে সুযোগ পাননি,এরই মধ্যে বোর্ড জানিয়ে দিল এবার থেকে জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে যখন তাঁরা দেশের হয়ে খেলবেন না। বিষয়টি বিসিসিআই নজরদারি করবে বলেও জানানো হয়েছে বোর্ডের দেওয়া নির্দেশিকায়।