India won the series by beating England 4-1
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে নিয়েছিলেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে নিয়ে ফেললেন ফাইফার। শততম টেস্টে অসাধারণ নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে এল ১০ উইকেট। কেন তিনি ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা স্পিনার সেটাই যেন চোখে আঙুল দিয়ে আরও একবার প্রমাণ করে দিলেন অশ্বিন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কাটা দেওয়া শুরু করেন অশ্বিনই। প্রথম তিন ব্যাটারকেই সাজঘরে ফেরান তিনি। জ্যাক ক্রলি, ওলি পোপ এবং বেন ডাকেট, তিন ক্রিকেটারের উইকেটই আসে অশ্বিনের ঝুলিতে। তার ঘুর্নীতেই কার্যত মাথা তুলে দাড়াতে পারেনি ইংরেজ ক্রিকেটাররা। ভারতীয় দলের জার্সিতে একাধিক নজিরও গড়লেন অশ্বিন। প্রাক্তন স্পিনার অনীল কুম্বলেকে টপকে ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি পাঁচ উইকেট নেওয়ার নজির এখন তামিল নাড়ুর এই বোলারের। ম্যাচে ৯ উইকেট নিতে ছুঁয়ে ফেললেন মুত্থাইয়া মুরলিধরনকে। নিজের শততম টেস্টে দুই ক্রিকেটারের ঝুলিতেই এল ৯ উইকেট। এছাড়াও নিজের প্রথম এবং ১০০তম টেস্টে ফাইফার নেওয়ার নজিরও গড়লেন ভারতের স্পিন সেনসেশন।