India defeated Bangladesh in the second T20 match.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশকে দ্বিতীয় টি২০ ম্যাচে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে সিরিজও পকেটে পুড়ে নিল তাঁরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২২১ রান তোলে ভারতীয় দল। দিল্লিতে এই ম্যাচ জিতলেই তাঁদের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেত। শুরুতে দ্রুত অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসনদের উইকেট হারালেও রিঙ্কু সিংয়ের ৫৩ এবং নীতীশ কুমার রেড্ডির ৭৪ রানের ইনিংসের সৌজন্যে বড় রানে পৌঁছে যায় ভারত। শেষদিকে হার্দিক পাণ্ডিয়াও করেন ৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। তাঁদের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদ্দুলাহ। ভারতের মোট সাত বোলার উইকেট পান, জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্তী।