India lead 2-1 in T20 series
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: তৃতীয় টি২০ ম্যাচে দঃ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ভারত। এই জয়ের ফলে সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে গেছে ২-১ ফলে। এমনিতে শুরু থেকে ভারতের দখলেই ছিল ম্যাচ। কারণ অভিষেক শর্মার দুরন্ত অর্ধশতরান, এরপর তিলক বর্মার মেগা শতরানে ভর দিয়ে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ২১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০৮ রান পর্যন্ত পৌঁছাল দঃ আফ্রিকা দল। অর্থাৎ ১১ রানে তাঁরা ম্যাচ হারাল। সিরিজে চারটি ম্যাচ হওয়ায়, ভারত আর দক্ষিণ আফ্রিকা থেকে কোনওভাবেই সিরিজ হেরে ফিরবে না। জিতেই ফিরতে পারে। আর্শদীপ সিং নেন ৩ উইকেট, বরুণ চক্রবর্তী নেন জোড়া উইকেট। এদিকে মার্কো জানসেন দুরন্ত অর্ধশতরান করেন।