ODI series against Sri Lanka starts from 2 August
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ছয়টি ওডিআই ম্যাচে ভারত খেলবে তার মধ্যে তিনটি রয়েছে এই সিরিজেই। লঙ্কানদের বিপক্ষে একদিনের সিরিজ থেকেই ফের প্রত্যাবর্তন হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মার। এরই মধ্যে কদিন আগেই টি২০ অধিনায়কত্ব ছেড়েছেন রোহিত শর্মা। তাই হিটম্যানের কাছে এই সিরিজই টি২০ বিশ্বকাপ জয়ের পর প্রথম। গৌতম গম্ভীর আসার পরই জানিয়ে দিয়েছিলেন ফিট থাকলে রোহিত, বিরাট দুজনেই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। এদিকে টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিতের টার্গেট এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সিরিজে নেই হার্দিক পাণ্ডিয়া, তাই সুর্যকুমারের ব্যবহার করা অস্ত্রই ওডিআই সিরিজে কাজে লাগাতে পারেন রোহিত। টি২০ সিরিজে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করার পর ওডিআই সিরিজেও একই ফল করে নিজেদের শক্তি যাচাই করে নিতে মুখিয়ে রয়েছে তাঁরা।