December 14, 2024 2:45 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 2:45 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

India & Pakistan: ভারতের ওপর প্রশংসায় পিএমএলএন নেতা নওয়াজ শরিফ,ভারতের সঙ্গে বন্ধুত্বের পথে পাকিস্তান?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

PMLN leader Nawaz Sharif in praise of India, Pakistan on the way to friendship with India?

I বিদেশ

মুনমুন রায় প্রতিনিধি:
ভোটের মুখে দেশে ফেরার পর ভারতের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল পিএমএলএন নেতা নওয়াজ শরিফকে। একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, আর আর্থিক অনুদান চেয়ে আমরা দেশে দেশে ঘুরছি। দেশে প্রবল অর্থসঙ্কট। বেসরকারি লগ্নি হচ্ছে না। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে পাকিস্তানে বেসরকারি লগ্নি কমেছে ১৯ শতাংশ। বেসরকারি লগ্নির বাড়ানোর আবেদন নিয়ে পাক কর্পোরেট জগতের দ্বারস্থ হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু পাকিস্তানের শিল্প মহল বলছে, ভারতের সঙ্গে সম্পর্ক ভাল রাখতে হবে! এ এইচ গ্রুপের চেয়ারম্যান আরিফ হাবিব বলেন, আমাদের প্রতিবেশীর দিকে হাত বাড়াতেই হবে। আমরা এই কাজ শুরু করেছি। বিশেষত ভারতের সঙ্গে সম্পর্ক ভাল হওয়া প্রয়োজন। আরিফ হাবিব গ্রুপ ছাড়াও ওই বৈঠকে আরও ৬টি শিল্পগোষ্ঠী ভারতের সঙ্গে বাণিজ্য ফের চালু করার পক্ষে সওয়াল করেন। কিন্তু পাক প্রধানমন্ত্রী এ বিষয় কোনও আশ্বাস দিতে পারেননি, এ বিষয়টি তার হাতে নেই। কারণ শাহবাজ শরিফ যখন শিল্পমহলের থেকে ভারতের প্রসঙ্গ শুনছেন, তখন পাক বায়ুসেনার পাসিং আউট প্যারেড থেকে কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন পাক সেনাপ্রধান। ৩৭০ ধারা বিলোপের পর জম্মু-কাশ্মীরে ভোটপর্ব নির্বিঘ্নে মিটে যাওয়া পাক সেনার কাছে বড় ধাক্কা। পাক সংবাদপত্র দ্য নেশনের প্রতিবেদনে দাবি, কাশ্মীরকে নতুন করে সন্ত্রাসের হটস্পট করতে একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশও দিয়েছেন পাক সেনাপ্রধান। যার প্রতিফলন ইতিমধ্যেই স্পষ্ট।

কাশ্মীরকে কেন্দ্র করে সব কুকীর্তি আর চক্রান্তের মূল্য পাকিস্তানকে চোকাতে হয়েছে ও চোকাতে হবে। ভারতের এই অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রাক্তন প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনের বক্তব্য, পাকিস্তানকে নিয়ে চিন্তাভাবনা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে ভারত। বর্তমান বিশ্বে পাকিস্তান গুরুত্বহীন এক দেশ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top