India ranked 12th in the list of the most powerful countries in the world
আন্তর্জাতিক
মুনমুন রায় , প্রতিনিধি :২০২৪ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তলিকা প্রকাশিত হয়েছে। মূলত পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে তালিকায় কোন দেশ কত নম্বরে থাকবে তা নির্ধারণ করা হয়েছে। এই পাঁচটি বিষয় হল, একজন নেতা, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, শক্তিশালী আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তি। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রিবস্টেইনের নেতৃত্বে গবেষকরা ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সহযোগিতায় এই তালিকা তৈরি করেছে। এই র্যাঙ্কিংয়ে মার্চ, ২০২৪ পর্যন্ত GDP-র উপর ভিত্তি করে অর্থনীতি এবং জনসংখ্যার উপর বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।
২৭.৯৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। যেখানে আমেরিকার জনসংখ্যা ৩৩৯.৯ মিলিয়ন।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিন। দেশটির জনসংখ্যা ১.৪২ বিলিয়ন। যেখানে দেশটির অর্থনীতি ১৮.৫৬ ট্রিলিয়ন ডলার।
তালিকায় তৃতীয় স্থানে আছে রাশিয়া। ১৪৪ মিলিয়ন জনসংখ্যা নিয়ে দেশটির অর্থনীতি এখন ১.৯০ ট্রিলিয়ন ডলার।
৪.৭০ ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং ৮৩.২ মিলিয়ন জনসংখ্যা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি।
জার্মানির থেকেও পিছিয়ে রয়েছে গ্রেট ব্রিটেন। ৩.৫৯ ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং ৬৭.৭ মিলিয়ন জনসংখ্যা নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন।
ব্রিটেনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দক্ষিণ কোরিয়া। তালিকার ছয় নম্বরে থাকা এই দেশটির জনসংখ্যা ৫১.৭ মিলিয়ন এবং অর্থনীতি ১.৭৮ ট্রিলিয়ন ডলার।
তালিকার সপ্তমে রয়েছে ফ্রান্স। ৩.১৮ ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং ৬৪.৭ মিলিয়ন জনসংখ্যা রয়েছে দেশটিতে।
অষ্টম স্থানে রয়েছে জাপান। এক সময়ে দ্বিতীয় স্থানে ছিল এই দেশটি। জাপানের বর্তমান অর্থনীতি ৪.২৯ ট্রিলিয়ন এবং জনসংখ্যা ১২৩.২ মিলিয়ন।
সংযুক্ত আরব আমিরশাহী তলিকার প্রথম দশে নিজের জায়গা করে নিয়েছে। অর্থনীতি ৫৩৬.৮৩ বিলিয়ন এবং ৯.৫১ মিলিয়ন জনসংখ্যা নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে এই দেশটি।
ভারত সেরা দশে জয়গা করতে না পারলেও তালিকার ১২ নম্বরে জায়গা করেছে ভারত। ইজরায়েলের পরই জায়গা হয়েছে ভারতের। ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি এবং দেশের অর্থনীতি ৩.৩৯ ট্রিলিয়ন ডলার। জিডিপির পরিপ্রেক্ষিতে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন জাপান, জার্মানি এবং ব্রিটানের পরে ভারতের স্থান। কিন্তু ভারতের জনসংখ্যা এত বেশি হওয়ায় মাথা পিছু জিডিপি অনেক কম।