India lost the ODI series against Sri Lanka.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ হেরে গেল ভারত। সিরিজের তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে ১১০ রানে হেরে সিরিজ হাতছাড়া করল ভারত। এই ম্যাচ জিতলে অন্তত ড্র করতে পারত ভারত। তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে আবিষ্কা ফার্নান্দোর ৯৬ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৪৮ রান তোলে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস করেন ৫৯ রান। বল হাতে বোলাররা তেমন নজর কাড়তে না পারলেও তিন উইকেট নিলেন অভিষেক ম্যাচে খেলতে নামা রিয়ান পরাগ। ব্যাটিংয়ে তেমন নজর না কাড়লেও বল হাতে চমক দেখালেন অসমের এই বোলার। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া। লজ্জাজনক ভাবেই ১১০ রানে হারল ভারতীয় দল। ফলে ২-০ ফেল সিরিজ হেরে দেশে ফিরছে মেন ইন ব্লুজরা।