Indian cricket team’s embarrassing loss against Sri Lanka.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের। গৌতম গম্ভীর-রোহিত শর্মার জুটির প্রথম একদিনের ম্যাচেই ভারত ০-২ ফলে হেরে গেল। বহুদিন পর এই প্রথম ভারতীয় দল সিরিজের তিন ম্যাচেই অল আউট হয়ে গেল, একটি ম্যাচও না জিতেই শ্রীলঙ্কা থেকে ওডিআই সিরিজ খেলতে ফিরবে ভারতীয় দল। রোহিত শর্মা দলকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর এটাই ছিল প্রথম সিরিজ। গৌতিম গম্ভীরেরও ওডিআই সিরিজ কোচ হিসেবে ছিল এটাই প্রথম, কিন্তু সেখানেই বড় ধাক্কা খেল ভারত। ২৭ বছর পর ভারতকে একদিনের সিরিজে হারাল শ্রীলঙ্কা। এর আগে দ্বিপাক্ষিক সিরিজে ওডিআই ফরম্যাটে ১৯৯৭ সালে সনৎ জয়সূর্য-অর্জুন রনতুঙ্গারা হারিয়ে ছিল মহম্মদ আজহারউদ্দিন-সৌরভ গঙ্গোপাধ্যায়দের। এবার চরিথ আসালাঙ্কা-কুশল মেন্ডিসরা অসাধ্য সাধন করে দেখালেন। শ্রীলঙ্কার হয়ে বল হাতে পাঁচ উইকেট নিলেন ডুনিথ ওয়েলালাগে।