Imran Khan acquitted in illegal marriage case, but there is confusion about his release from prison
পাকিস্থান
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :
ইদ্দত চলাকালীন বিয়ে করে ইসলামি আইন ভাঙ্গার অভিযোগে পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। এই রায়ের পরে বুশরা বিবি জেল থেকে ছাড়া পাবেন, তবে ইমরান খানকে এখনই ছাড়া হবে কী না, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে বলেই জানিয়েছে বিবিসি উর্দু।
ইদ্দত চলাকালীন বুশরা বিবি আর ইমরান খানের বিয়ে হয়েছিল, যা ইসলামি আইনের পরিপন্থী, এই অভিযোগে মামলা করেছিলেন বুশরা বিবির প্রাক্তন স্বামী খাওয়ার মানিকা। সেই মামলায় এ বছর ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদের একটি সিভিল আদালত ইমরান খান ও তার স্ত্রীকে অবৈধ বিয়ের অভিযোগে সাত বছর করে কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দিয়েছিল।
অতিরিক্ত সেশনস জজ মুহম্মদ আফজল মাজুকা শনিবার তার আদেশে জানান যে, অন্য কোনও মামলায় যদি অভিযুক্ত না হয়ে থাকেন এই দম্পতি, তাহলে তাদের মুক্তি দিতে কোনও বাধা নেই। আদালতের নির্দেশ আদিয়ালা জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
নয় বছর স্থায়ী সে সংসারে তাদের দুটি পুত্র সন্তান আছে।এরপর ২০১৫ সালে সাংবাদিক এবং বিবিসির সাবেক আবহাওয়া উপস্থাপক রেহাম খানের সঙ্গে মি. খানের দ্বিতীয় বিয়ে টিকেছিল এক বছরেরও কম সময়।
রেহাম খানের দাবি, ইমরান খানের সমর্থকরা তাকে হেনস্তা করেছিল এবং এ নিয়ে পরে একটি বইও লেখেন তিনি।এর বিপরীতে, ইমরান খানের ২০১৮ সালের বিয়ে ছিল খুবই সাদামাটা।পর্যবেক্ষকদের মতে, তাদের বিয়ে ইসলামের প্রতি ইমরান খানের আনুগত্যকে জনগণের সামনে বেশ ভালোভাবে উপস্থাপন করেছিল।