Police arrested five Bangladeshi nationals from Tripura while illegally entering Indian territory.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় ত্রিপুরা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ আগস্ট) ত্রিপুরা পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করে। পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর পরিতোষ দাস বলেন, আগরতলার উপকণ্ঠে সীমান্তবর্তী লঙ্কামুরা শহরে কিছু বাংলাদেশি নাগরিকের অবৈধ প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।পাঁচজনই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা।সন্দেহভাজনদের আগরতলার আদালতে হাজির ও আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।