Calcutta police arrested a lot of illegal crackers in the naka checking
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বেআইনি নিষিদ্ধ শব্দবাজি আটক করল কলকাতা পুলিশ। গড়িয়ার মোড়ে নাকা চেকিং- এ একাধিক ব্যক্তিকে বেআইনি শব্দবাজি সমেত আটক করে কলকাতা পুলিশ। চম্পাহাটি থেকে নিষিদ্ধ শব্দবাজি কিনে নিয়ে যাচ্ছিলেন তাঁরা এবং গড়িয়ার মোড়ে কলকাতা পুলিশের নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত করা হয় প্রচুর শব্দবাজি।পাটুলি থানার পুলিশ নিষিদ্ধ বাজি সমেত আটক করে একাধিক ব্যক্তিকে। বেআইনি যে সকল শব্দবাজি রয়েছে তা জমা রেখে শুধুমাত্র সবুজ বাজি অথবা গ্রীন ক্র্যাকার ফিরিয়ে দেওয়া হচ্ছে থানা থেকে। প্রশ্নের মুখে পড়ে এক ক্রেতা জানান ,চম্পাহাটি থেকে তার অর্ডার ছিল বলে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে, আটক হওয়া আরেক ব্যক্তি জানান যে চম্পা হাটিতে বিক্রেতারা জানাচ্ছেন পুলিশ ধরবে না এবং তাদের কথা শুনে নিষিদ্ধ বাজি কিনে ফেলছেন তারা। মহেশতলা থানার পুলিশ নুঙ্গী বাজারে আচমকা তল্লাশি অভিযান চালায় । যেখান থেকে প্রচুর সংখ্যক বেআইনি শব্দবাজি আটক করা হয়। আসন্ন কালীপূজো উপলক্ষে শহরের বিভিন্ন এন্ট্রি ও এক্সিট পয়েন্টে শুরু হয়েছে নাকা চেকিং।