Sourav – Swarup has been elected as the vice president of the state football governing body IFA
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ র সহ সভাপতি নির্বাচিত হলেন সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস ও দিলীপ নারায়ন সাহা । মঙ্গলবার নব নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভায় সংস্থার সহ সভাপতি পদে এই তিন জনের নাম প্রস্তাব করেন গভর্নিং বডির সদস্য চন্দন লৌহ। প্রস্তাব সমর্থন করেন গভর্নিং বডির আরেক সদস্য শঙ্কর খাঁড়া। সহ সভাপতি পদে বিকল্প কোনও নাম প্রস্তাবিত না হওয়ায় সর্ব সম্মতিক্রমে তিন জন নির্বাচিত হলেন। উল্লেখ্য, সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস এই পদে পুনর্নির্বাচিত হলেন। গভর্নিং বডির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী, রাকেশ ঝাঁ, সুদেষ্ণা মুখার্জী , মহম্মদ জামাল ও কার্যকরি সচিব সুফল রঞ্জন গিরি।