IFA is going to use new technology to improve the quality of refereeing.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রেফারিং এর মান উন্নয়নের লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তির নাম আর্ট( অ্যাডভান্স রিভিউ টেকনোলজি)। বুধবার আইএফএ অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। চারমাস ধরে গবেষণার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র ছাত্রী দের গবেষণালব্ধ এই নতুন প্রযুক্তির সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা তা অনেকাংশে নির্ভুল নির্ণয় করা সম্ভব হবে। আই এফ এ সচিব অনির্বাণ দত্ত বলেন, কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় এই প্রযুক্তির পরীক্ষা মূলক ব্যবহার করা হবে। এই প্রযুক্তি সফল হলে আগামী দিনে তা অফ সাইড, পেনাল্টির মতো ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তিনি জানান, এই প্রযুক্তি অত্যন্ত কম ব্যয় সাপেক্ষ। ভারতে প্রথম এই ধরনের প্রযুক্তি ফুটবল মাঠে ব্যবহার হতে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও ফুটবল সংক্রান্ত এটা প্রথম কাজ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধার্থ গুপ্ত, সহ উপাচার্য অমিতাভ দত্ত, প্রনবেশ মন্ডল, রাজীব বন্দোপাধ্যায়, আশীষ পাল।