ICC is worried about unrest in Bangladesh
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কয়েক মাস পরই অক্টোবরে বাংলাদেশে আসর বসার কথা মহিলা টি২০ বিশ্বকাপে। পুরুষ টি২০ বিশ্বকাপ শেষের তিন মাস পরই বাংলাদেশের মাটিতে মহিলাদের বিশ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু শেষ কয়েকদিন ধরে কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে ব্যাপক অশান্তি চলছে, যার জেরে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। নামানো হয়েছে সেনা, জারি করা হয়েছে কার্ফিউ, কিন্তু তাতেও পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এরই মধ্যে বাংলাদেশের দিকে কড়া নজর রাখছে আইসিসি। জুলাই মাস প্রায় শেষের পথে। হাতে রয়েছে আর দুমাস। এর মধ্যে বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রেখেই সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। পরিস্থিতির উন্নতি যদি না হয়, সেক্ষেত্রে বাংলাদেশে টি২০ মহিলা বিশ্বকাপের কোনও ম্যাচই আর দেওয়া হবে না।