Australia won, England went to the last eight
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : আইসিসি টি২০ বিশ্বকাপের শেষ আটে চলে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কটল্যান্ড দল হেরে যেতেই শেষ আটে চলে যায় ইংল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে হারতেই হত স্কটিশদের। দুর্দান্ত লড়াইয়ের পর অজিদের বিরুদ্ধে হেরে যায় স্কটিশরা। তাতেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ড ক্রিকেট দলের। প্রথমে ব্যাট করে ম্যাক মুলেনের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৮০ রান করে স্কটিশ সেই। সেই রান তুলতে নেমে এক সময় হিমসিম খায় অস্ট্রেলিয়া। কিন্তু ক্রমেই পরিস্থিতি নিজেদের আয়ত্তে আনেন ট্রাভিস হেড এবং মার্কাস স্টইনিস। দুই ব্যাটের অর্ধশতরানেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা। ইংল্যান্ড দল বড় ব্যবধানে গত ম্যাচে হারিয়ে দেয় নামিবিয়াকে। ফলে নেট রান রেট তাদের ভালো ছিল। সেই সুবাদেই স্কটিশদের টপকে পরের রাউন্ডে গেল ইংরেজরা।