Pakistan refuses to accept hybrid model, PCB’s letter to ICC
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ক্রমেই জল্পনা বাড়ছে। তারই মধ্যে আইসিসিকে চিঠি দিয়ে পাকিস্তান বোর্ড জানিয়ে দিল যে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের প্রস্তাব তাঁরা মানবে না। আর একটা দিন বাদেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে চরম সিদ্ধান্ত গ্রহণ করা হবে আইসিসির বৈঠকে। তাঁর ঠিক আগেই পিসিবির তরফে জানানো হল যে তাঁরা আইসিসিকে চিঠি দিয়ে হাইব্রিড মডেল না মানার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। পাক বোর্ডের দাবি, এর আগে পিসিবি নাকি দাবি জানিয়েছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি যদি হাইব্রিড মডেলে আয়োজিত হয় তাহলে ২০৩১ পর্যন্ত ভারতে আয়োজিত সমস্ত প্রতিযোগিতার ক্ষেত্রে পাকিস্তানের খেলা এই হাইব্রিড মডেলেই করাতে হবে হবে।প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে আইসিসির বৈঠক রয়েছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হতে চলা এই প্রতিযোগিতায় কি তবে ভারতের ম্যাচগুলি এই হাইব্রিড মডেল মেনে তৃতীয় কোনও দেশেই আয়োজিত হবে? এটাই এখন দেখার।