Fell off the boat while fishingFormer England cricketer Ian Botham.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কোনও মতে প্রাণে রক্ষা পেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কথা কিংবদন্তি ইয়ান বোথাম। তিনি নিজের বাড়ির কাছেই মাছ ধরতে গেছিলেন। মানে শখ পূরণের জন্য আরকি। এই অবদি সব ঠিকই ছিল। কিন্তু মাছ ধরতে গিয়ে এক নৌকা থেকে তিনি জলে পড়ে যান, আর তাতেই বিপদ বেড়ে যায়। সাঁতার জানেন না ইয়ান বোথাম এমনটা নয়। তবে যে জলে তিনি পড়েছিলেন সেখানেই ছিল একাধিক হাঙরের বাস। ফলে আরেকটু হলেই তিনি চলে যাচ্ছিলেন হাঙরের পেটে। এমন বিচিত্র ঘটনা এর আগে ক্রিকেটে খুব একটা ঘটেছে বলে কারোর মনে পড়ছে না। নৌকার দড়িতে পা আঁটকে গিয়ে তিনি জলে পড়ে গেছিলেন। সেই নদীর জলে ছিল কুমিড়ও।