December 13, 2024 9:04 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 9:04 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Hygiene policy: স্কুলছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্যনীতি তৈরি, জানালো কেন্দ্র,পৃথক শৌচালয়ে শীর্ষে বাংলা

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

School children’s seasonal health policy, the Center said,separate toilets at the top of Bengal

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের স্কুলছাত্রীদের কথা ভেবে বিশেষ একটি কাজ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র একটি বিশেষ ‘ঋতুকালীন স্বাস্থ্যনীতি’ তৈরি করেছে ছাত্রীদের জন্য। স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই এই নীতির অনুমোদন দিয়েছে। সুপ্রিম কোর্ট গত বছর এপ্রিলে কেন্দ্রকে এই নীতি প্রস্তুতের নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশমতো স্বাস্থ্য মন্ত্রক ২ নভেম্বর ঋতুকালীন স্বাস্থ্যনীতি অনুমোদন করে।

গত সোমবার একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে এই বিষয়ে তথ্য দিয়েছে কেন্দ্র। এই নীতির মূল উদ্দেশ্য হল, স্কুলে ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা তৈরি করা। বিশেষত দেশের বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা নিশ্চিত করা এবং ঋতুকালীন স্বাস্থ্য সংক্রান্ত যে সামাজিক অন্ধবিশ্বাস ও প্রতিকূলতা রয়েছে তা ভেঙে ফেলা।

এছাড়া এই নীতির মধ্যে রয়েছে পরিবেশবান্ধব ঋতুকালীন বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা যা ভবিষ্যতে দেশে আরও সুস্থ পরিবেশ গড়ে তোলার দিকে সহায়ক হবে। কেন্দ্রের মতে, এই নীতি চালু হলে সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা ক্ষতিকারক প্রথাগুলি ভেঙে দেওয়া সম্ভব হবে এবং স্বাস্থ্যবিধির প্রতি সচেতনতা তৈরি হবে।

এই মামলার আগের শুনানিতে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, দেশে ৯৭.৫ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। তবে কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান সবার শীর্ষে। রাজ্যের ৯৯.৯ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের বন্দোবস্ত রয়েছে। অন্যদিকে, দিল্লি, গোয়া এবং পুদুচেরি ছাড়া অন্যান্য সব রাজ্যে কিছুটা বৈষম্য রয়েছে। তবে বেশিরভাগ রাজ্যই তাদের স্কুলে পৃথক শৌচালয় ব্যবস্থা নিশ্চিত করেছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top