Shasank Singh’s fight did not work, Hyderabad won by 2 runs
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শসাঙ্ক সিংহের দুরন্ত লড়াই সত্বেও সানরাইজার্সকে হারাতে পারল না পাঞ্জাব। ২ রানের হায়দরাবাদের বিপক্ষে হেরে গেল পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করেন নির্ধারিত ২০ ভরে ৯ উইকেটে ১৮২ রান করে প্যাট কামিন্সের হায়দরাবাদ। শুরুটা ঝড়ের গতিতে করার চেষ্টা করেছিল ওপেনাররা। যদিও বড় রান পাননি হেড এবং অভিষেক। তবে সেই খামতি পুষিয়ে দেন নীতিশ রেড্ডি। ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। এরপর ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সামাদ। অবশ্য বল হতে অসাধারণ ছন্দে ছিলেন পাঞ্জাবের অর্শদিপ সিং। ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ওপেনাররা আবারও তাল কেটে দেন। শুরুতেই বেয়ারস্টোকে ফেরান প্যাট কামিন্স। এরপর ভুবনেশ্বর কুমার জোড়া উইকেট তুলে চাপে ফেল দেয় কিংসের। স্যাম কারণ ২২ বলে করেন ২৯ রান। গুজরাট ম্যাচের হিরো শসাঙ্ক সিংহ অসাধারণ লড়াই দেন। তার ২৫ বলে ৪৬ রানের সুবাদেই ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে যায় পাঞ্জাব। যোগ্য সংগত দিয়ে আশুতোষ শর্মাও করেন ১৫ বলে ৩৩। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৮ রানের। উনাদকটের বলে শেষ ওভারে ২৬ রান তোলেন দুই ব্যাটার। কিন্তু ২ রান দূরেই থেমে যায় পাঞ্জাবের সব লড়াই। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট হল হায়দরাবাদের।