Trinamool MLA Humayun Kabir of Bharatpur in Murshidabad answered the show cause.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শোকজের উত্তর দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। গত বুধবার দল তাঁকে শোকজ করেছিল। তিন দিনের মধ্যে শোকজের চিঠির জবাব চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার সেই শোকজ চিঠির জবাব দিলেন হুমায়ুন কবীর।সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বকে পাঠানো চিঠিতে হুমায়ুন কবীর জানিয়েছেন, দলের কোনও ক্ষতি হোক সেটা তিনি চান না। এমনকী তিনি কাউকে আঘাত করার জন্যও কিছু বলেননি। তবে কয়েকটি অভিযোগ সম্পর্কে দলকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। আবেগের বশেই কিছু কথা তিনি বলে ফেলেছিলেন।
উল্লেখ্য, কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর দুষ্কৃতী হামলার পর পরই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) অবিলম্বে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার চিন্তাভাবনা করা উচিত বলেও প্রকাশ্যে মন্তব্য করেছিলেন হুমায়ুন। হুমায়ুনের সেই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছিল শাসকদল তৃণমূল। তাঁর সেই মন্তব্যের দিন কয়েকের মাথায় তাঁকে শোকজ করে তৃণমূল।