Education department issued notice to 3 schools of Howrah for marching on RG Kar issue
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর-ইস্যুতে মিছিল করায় হাওড়ার ৩ স্কুলকে নোটিশ ধরাল শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো নোটিশে পড়াশোনার সময় শিক্ষক-পড়ুয়াদের বিরুদ্ধে মিছিল করার কারণ দেখাতে(শো-কজ) বলা হয়েছে। শিক্ষা দফতরের অভিযোগ, ‘এই ধরণের কর্মকাণ্ডে পড়ুয়ারা ঝুঁকির মধ্যে পড়ে, কারণ এটি নিরাপদ নয়।’ একই সঙ্গে এটি ‘শিশু অধিকার’ লঙ্ঘণ বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
যে তিন স্কুলকে নোটিশ পাঠানো হয়েছে:শুক্রবার বিকেলে হাওড়ার বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষককে নোটিশ পাঠানো হয়েছে।
ওই নোটিসে জানতে চাওয়া হয়েছে, কেন গত শুক্রবার স্কুলের সময়ে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা মিছিলে শামিল হয়েছিলেন? কয়েকজন পড়ুয়াকে রীতিমতো ভয় দেখিয়ে মিছিলে হাঁটতে বাধ্য করা হয় বলেও নোটিসে দাবি। তার ফলে শিশুদের অধিকার লঙ্ঘন হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে নোটিসে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ জানাতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জেলা স্কুল পরিদর্শক।
শুক্রবার নবান্নের তরফে সাফ জানানো হয়, রাস্তা অবরোধ হোক বা মিছিল। কোনও রাজনৈতিক দলের নেতৃত্বে বা মদতে হওয়া কোনও কর্মসূচিতে স্কুল পড়ুয়ারা অংশ নিতে পারবে না। নবান্নের নির্দেশ, এমন ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে হবে। কোথাও ঘটলে তা খুঁজে বের করে বন্ধ করতে হবে। এবং যাঁরা করেছেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। এই নিয়ে জেলাশাসকদের আলাদা করে সতর্ক করেন মুখ্যসচিব বি পি গোপালিকা। স্পষ্ট বার্তা দেন, রাস্তা অবরোধ-সহ একাধিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে। এটা বরদাস্ত করা হবে না।