A fire incident also took place at Sonapatti in Bagnan, Howrah
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবারের সকালে জোড়া অগ্নিকাণ্ড। কলকাতার সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন লাগে। অন্যদিকে হাওড়ার বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন গিয়েছে।
সকালে বাগনান স্টেশন লাগোয়া সোনাপট্টির একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানজুড়ে।
স্থানীয়দের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে।