December 13, 2024 9:06 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 9:06 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Howrah: হাওড়ার বি গার্ডেন থানা এলাকায় বহুতলের একটি ফ্ল্যাটে আগুন, প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Fire in a multi-storied flat in B Garden police station area of Howrah, fire is under control

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বহুতলের একটি ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল হাওড়ার বি গার্ডেন থানা এলাকায়। নস্করপাড়ার ওই বহুতলে রয়েছে নার্সদের একটি হস্টেল। সেই বহুতলেরই তিনতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ফ্ল্যাটটি। জানলা দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

ওই বহুতলে রয়েছে আন্দুল রোডের একটি নামকরা বেসরকারি হাসপাতালের নার্সদের হস্টেল। বৃহস্পতিবার তখন দুপুর প্রায় দেড়টা। অন্যান্য ফ্ল্যাটের আবাসিক নার্সদের কেউ কেউ দুপুরের খাওয়া দাওয়া সারছেন। কেউ ডিউটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় ওই বহুতলের একটি ফ্ল্যাটে আগুন লাগায় হতচকিত হয়ে পড়েন সকলে।

যে ফ্ল্যাটটিতে আগুন লেগেছিল সেটিতে ঘটনার সময় কেউ ছিলেন না। জানা গিয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা নার্সরা সে সময়ে হাসপাতালের ডিউটিতে ছিলেন। কিন্তু আগুনের তাপ ও ধোঁয়ায় অন্যান্য ফ্ল্যাটের আবাসিক নার্সরা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আশেপাশের বহু মানুষ ছুটে আসেন বাসিন্দাদের উদ্ধারকাজে হাত লাগাতে।

দমকলের দু’টি ইঞ্জিন এসে পৌঁছয়। দ্রুত ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনেন দমকলকর্মীরা। বহুতলটি একটি সরু গলির ভিতরে হওয়ার কারণে দমকলের ইঞ্জিন ভিতরে ঢুকতে সমস্যা দেখা দেয়। শেষমেশ মূল রাস্তায় দমকলের ইঞ্জিন রেখে হোস পাইপের সাহায্যে ফ্ল্যাটের সামনে জল টেনে আনা হয়।প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে ওই ফ্ল্যাটে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top