Hockey India has decided to retire the jersey of Indian hockey team goalkeeper PR Sreejesh.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশের জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া। আগেই তাঁরা শ্রীজেশকে অনেক সম্মানই জানিয়েছিল। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে প্যারিস অলিম্পিক্সের ক্লোজিং সেরিমনিতে ভারতের পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়েছিল, খেলার তাঁর অসামান্য অবদানের জন্য। এবার তাঁর খেলা ১৬ নম্বর জার্সিও অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া, ফলে ভবিষ্যৎে এই জার্সি পরে আর কেউ খেলবেন না। এদিকে ভারতীয় জুনিয়র হকি দলের কোচও করা হল পিআর শ্রীজেশকে। খেলা ছাড়ার এক সপ্তাহের মধ্যেই কোচের পদে চলে এলেন তিনি।