November 6, 2024 11:22 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 6, 2024 11:22 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Horoscope: ২০ সেপ্টেম্বর ২০২৪, দেখেনিন রাশিফল অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিনটি

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

how your day will be today according to your horoscope

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মেষ রাশি – চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা হতে পারে। বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক উত্তর-পূর্ব।

বৃষ রাশি – ব্যবসায় লাভের যোগ। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির সম্ভবনা। চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা। কোনও আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাধতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। খেলাধুলার ক্ষত্রে উন্নতির যোগ। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে। শুভ সংখ্যা ১২। শুভ দিক দক্ষিণ।

মিথুন রাশি – ব্যবসার কাজে মাথা ঠান্ডা রাখুন। বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয় সম্ভব হবে। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। প্রেমের কারণে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা। শুভ সংখ্যা ৯৬। শুভ দিক অগ্নিকোণ।

কর্কট রাশি – বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ। মিথ্যা বদনাম হতে পারে। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক উত্তর-পূর্ব।

সিংহ রাশি – দাম্পত্য কলহের সম্ভাবনা। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। শারীরিক কষ্ট বৃদ্ধি। কোনও ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা। টাকাপয়সা বুঝে খরচ করুন, অধিক ব্যয়ের সম্ভাবনা। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে। শুভ সংখ্যা ২৩। শুভ দিক উত্তর-পশ্চিম।

কন্যা রাশি – ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। গৃহনির্মাণের পরিকল্পনা করতে পারেন। শুভ সংখ্যা ৪৭। শুভ দিক পূর্ব।

তুলা রাশি – কোনও নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ। ব্যবসায় বিবাদের যোগ। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। শুভ সংখ্যা ৬৮। শুভ দিক পশ্চিম।

বৃশ্চিক রাশি – কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অর্থাগমের যোগ। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। দাম্পত্য কলহ থেকে সাবধান। শুভ সংখ্যা ৫৬। শুভ দিক পশ্চিম।

ধনু রাশি – ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক ক্ষতি করতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে। ভাল কাজে সাফল্য লাভ। পড়াশোনার জন্য বিদেশযাত্রার আলোচনা বন্ধ হতে পারে। আপনার আলোচনায় অন্যেরা সন্তুষ্ট হবেন। আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে। প্রয়োজনীয় কাজে দ্রুত এগিয়ে যান। শুভ সংখ্যা ২৬। শুভ দিক দক্ষিণ।

মকর রাশি – কর্মক্ষেত্রে উন্নতির যোগ। সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে। শিক্ষকদের জন্য ভাল খবর। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। দাম্পত্য জীবনে শান্তি পেতে পারেন। শত্রুদের থেকে সাবধান থাকুন। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা ৩৭। শুভ দিক পূর্ব।

কুম্ভ রাশি – বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের যোগ। কোনও মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে। নেশা থেকে ক্ষতির সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। লটারি থেকে আয় হতে পারে। কোনও বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। শুভ সংখ্যা ৫৯। শুভ দিক দক্ষিণ।

মীন রাশি – পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট। বিবাহের যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ। সামাজিক সুনাম লাভ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে।চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে। শুভ সংখ্যা ৭৭। শুভ দিক দক্ষিণ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top