December 14, 2024 2:48 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 2:48 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Hoogly Rape-Murder: হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন!গ্রেপ্তার প্রতিবেশী

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

A five-year-old child was raped and killed in Hooghly’s Gurap. The neighbor was arrested

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হুগলির উদ্ধার হল পাঁচ বছরের শিশুর বিবস্ত্র দেহ! ওই শিশুকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাটি হুগলির গুড়াপের চোপা গ্রামের। রবিবার সন্ধ্যায় ওই শিশুটি অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল। অভিযোগ, সেই সময়ে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে।বেশ কিছুক্ষন দেখতে না পেয়ে খোঁজাখুজি করার পর ওই প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে শিশুটির দেহ। উদ্ধারকালে কম্বল ও কাঠের নিচে চাপা ছিল তার দেহ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছে। রাতেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার তাঁকে আদালতে হাজির করাবে পুলিশ।

নিহত শিশুটির বাবা জানান, রবিবার সন্ধ্যায় বাজার থেকে ফিরে তিনি কন্যার খোঁজ করেন। কিন্তু কোথাও না তার কোন শব্দ, না কোন খোঁজ। এরপর পাড়ার লোকজন মিলেও খোঁজ শুরু করে। অনেক খোঁজার পর প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটিকে পাওয়া যায়।স্থানীয়দের দাবি, এর আগেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এধরনের অভিযোগ উঠেছে। কিন্তু সময়ের সঙ্গে সেগুলি চাপা পড়ে গিয়েছে। মৃত শিশুর বাবা-মা ও প্রতিবেশীরা অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি করেছেন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ”অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য বিশেষ একটি দল গঠন করা হয়েছে। সোমবার শিশুটির দেহের ময়নাতদন্ত হবে। অভিযুক্তকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে এবং পুলিশ হেফাজত চাওয়া হবে। আইনত যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top