Home Minister Amit Shah accused Trinamool Congress of religious polarization
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর হয়ে সভা করতে এসেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে এসে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধর্মিয় মেরুকরণের অভিযোগ তুললেন অমিত শাহ। স্পষ্টতই বলছেন, এরাজ্যে সংখ্যাগরু হিন্দুদের বঞ্চিত করছে রাজ্য সরকার। একেবারে সাম্প্রদায়িক ভঙ্গিতেই তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, এরাজ্যে তৃণমূল এখন আর মা, মাটি, সরকার নয়, বরং সেটা হয়ে দাঁড়িয়েছে মোল্লা, মাদ্রাসা এবং মাফিদের সরকার। এর মধ্যে তৃতীয় শব্দটির সঙ্গে কোনও সাম্প্রদায়িকতার মিল না থাকলেও প্রথম দুই শব্দ যে জেনে বুঝেই তৃণমূলের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলতে ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করেছেন অমিত শাহ, তা বলাই বাহুল্য। একই সঙ্গে দুর্গাপুজোয় নিরঞ্জন নিয়ে কয়েক বছর আগে বিজেপির করা মামলার উল্লেখ করে তিনি বলেছেন, কোনও এক সম্প্রদায়কে কোনও এক মাসে বাড়তি সুবিধা দেওয়া হয়, অথচ এরাজ্যে প্রতিমা নিরঞ্জন করতে পারেন না হিন্দুরা। উল্লেখ্য বিজেপি শীর্ষনেতাদের বিরুদ্ধে বারবার বিরোধী দলের থেকে দাবি করা হচ্ছে, সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে তাঁরা।