Eknath Shinde’s big message in hit and run case in Maharashtra
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:পুণে পর্শেকাণ্ডের ছায়া দেখা গেছে এবার মহারাষ্ট্রের মুম্বইতেও। সেখানে শিন্ডেসেনার নেতার ছেলের গাড়ি আঘাতে বড় দুর্ঘটনা হয়। হিট অ্যান্ড রান কেসে শিন্ডেসেনার নেতা রাজেশ সিংহের ছেলের তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক তথ্য, যেখানে জানা গেছে সেদিন রাজেশ শাহের ছেলে মিহির মদ্যপ অবস্থায় ছিলেন, জুহুর এক পানশালাতে পানীয় খেলেছিলেন তিনি। এরপর নিয়মভঙ্গ করে চালাচ্ছিলেন গাড়িও, আর তাতেই দুর্ঘটনা ঘটে, যার জেরে প্রাণ হারায় কাবেরী নাকভা নামে এক মাছ ব্যবসায়ী। প্রদীপ নাকভা এবং তাঁর স্ত্রী মাছের ব্যবসা করতেন। সেদিন তাঁরা স্কুটিতে করে বাড়ি ফেরার সময় পিছনে থেকে সজোরে ধাক্কা মারে মিহিরের বিলাসবহুল গাড়ি, কিছুটা টেনে নিয়ে যায় কাবেরীক, সেখানেই প্রাণ হারান তিনি। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়ে দিয়েছেন, কাউকে রেহাত করা হবে না। যারা দোষী তাঁদের শাস্তি দেওয়া হবে, এক্ষেত্রে কেউ রাজনীতিবাদ বা প্রভাবশালী বলে কেনও ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত এখনও পলাতক।