Death toll rises to 13 in Himachal Pradesh, at least 40 missing, rescue operations continue for fifth day
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে ভেসে গিয়েছে পাহাড়প্রেমীদের অন্যতম পছদের পর্যটন কেন্দ্র হিমাচল প্রদেশের কুলু এবং শিমলা। কুলুতে ভারী বৃষ্টির জেরে বিপাশা নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। ধসে ভেঙে গিয়েছে বহু ঘর বাড়ি। রবিবার মান্ডি এবং কুলু থেকে আরও চারটি দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কুলু, মান্ডি এবং সিমলায় আকস্মিক বন্যা পরিস্থিতির জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩।
সরকারী তথ্য অনুসারে, ৩১ জুলাই রাতে কুল্লুর নির্মন্দ, সাঁজ এবং মালানা, মান্ডির পাধার এবং সিমলার রামপুর মহকুমায় মেঘভাঙা বৃষ্টির পর থেকে এখনও ৪০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩।
আজ সোমবার পঞ্চম দিনের সকাল থেকে দুর্যোগ কবলিত হিমাচল প্রদেশে (Himachal Pradesh) শুরু হয়েছে উদ্ধারকাজ। জাতীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, হিমাচল পুলিশ সকলে সম্মিলিত ভাবে উদ্ধারকাজে নেমেছে। এমনকি ধসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এলাকাগুলোতে পৌঁছে উদ্ধারকাল চালানোর জন্যে সেনাবাহিনীর দল অস্থায়ী সেতুও নির্মাণ করেছে। উদ্ধারকাজে সাহায্যের জন্যে আনা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি, পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফিং ডগ, এছাড়া অন্যান্য সরঞ্জাম। জোরকদমে চলছে উদ্ধার অভিযান।
রিপোর্ট বলছে, গত ২৭ জুন হিমাচলপ্রদেশে বর্ষা ঢুকেছে। ৪ অগাস্ট পর্যন্ত বর্ষার জেরে রাজ্য প্রায় ৬৬২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক জায়গা। বন্ধ হয়ে গিয়েছে ৮৭টি রাস্তা।