The High Court asked the CBI to visit the seminar hall in the case of RG Kar vandalism
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালের তাণ্ডবের ঘটনায় বেজায় বিরক্ত কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই হাইকোর্ট জানিয়ে দিয়েছিল এই মামলা সিবিআই তদন্তের। সেই মতো নথি হস্তান্তরের পর সিবিআই দায়িত্ব নিতে নিতেই আরজি হাসপাতালে তাণ্ডব চালায় দুষ্কৃতিরা। এরই মধ্যে জল্পনা শুরু হয়, সেমিনার হলে ঢুকে প্রমাণ নষ্ট করাই উদ্দেশ্য ছিল তাঁদের। এবার হাইকোর্টও সিবিআইকে জানিয়ে দিল তাঁরা যেন সেমিনার হল গিয়ে দেখে আসেন, কোনও প্রমাণ লোপাট হয়েছে কিনা। এদিকে সোমবার থেকে সেমিনার হলের পাশে নির্মাণকাজ শুরু হওয়াতেও সেই নিয়ে যথেষ্ট বিরক্ত রয়েছে হাইকোর্ট। পাশাপাশি বুধবারের আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনাতেও পুলিশের জবাব চাওয়া হয়। রাজ্যকে দিতে বলা হয়েছে হলফনামাও। বুধবার মহিলাদের রাত দখলের দিন আরজি করে হামলা চালায় গুণ্ডারা, যা প্রথমে চুপ করেই দেখেছিল পুলিশ।