High Court order, the presence of DM, SP is mandatory in the meeting of District Committee regarding correctional institutions
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যের সংশোধনাগার গুলির পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন করার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি ওই কমিটির বৈঠকে জেলা শাসক ও পুলিস সুপারদের বসতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে কলকাতা-সহ একাধিক জেলা। যার জেরে রীতিমত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশ এখন থেকে জেলা ভিত্তিক ওই কমিটির বৈঠকে বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিস সুপারদের উপস্থিত থাকতে হবে। শুক্রবার এমনটাই জানিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি নিরিক্ষণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মত প্রতি জেলায় একটি করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। কমিটি গঠনের পর অবিলম্বে তাঁদের বৈঠকে বসারও নির্দেশ দিয়েছিল।
এদিন রাজ্যের তরফে যে রিপোর্ট জমা পড়েছে তাতে দেখা যায়, কলকাতা, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলায় ওই বৈঠক হলেও তাতে উপস্থিত ছিলেন না জেলা শাসক, কমিশনার, পুলিস সুপাররা। এই রিপোর্ট দেখেই উষ্মা প্রকাশ করে বিচারপতি বাগচী বলেন, ‘এটা কী প্রতিনিধি পাঠিয়েই সেরেছেন। আদালত বলার পরও জেলা শাসক ও পুলিস সুপাররা বৈঠকে যোগ দেওয়ার প্রয়োজন মনে করলেন না? তাঁরা কী এতই ব্যস্ত? অনলাইনেও তো আসতে পারতেন।’ এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে প্রতিটি বৈঠকে জেলা শাসক ও পুলিস সুপারদের উপস্থিতি বাধ্যতামূলক। সশরীরে বা অনলাইনে তাদের বৈঠকে যোগ দিতেই হবে। এছাড়াও এদিন সংশোধনাগারগুলিতে মহিলা বন্দীদের জন্য পর্যাপ্ত বাথরুম ও ওই সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে বেঞ্চ।