November 3, 2024 3:23 pm

১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 3, 2024 3:23 pm

১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

High court kolkata : বাবাসাহেব আম্বেদকার বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ ৬৫ জন পরীক্ষার্থী। রিপোর্ট তলব।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

65 candidates are in High Court against Babasaheb Ambedkar University authorities. Call for reports.

রাজ্য

আদালত সংবাদদাতা :উপস্থিতির হার পর্যাপ্ত না থাকায় প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে অনুমোদন দেয়নি বাবাসাহেব আম্বেদকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রায় ৬৫ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে সোমবার রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।

মামলাকারীদের আইনজীবী এদিন আদালতে জানান, পরীক্ষায় বসার অনুমোদন পেতে অন্তত ১০০ দিনের উপস্থিতি বাধ্যতামূলক বলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম। ওই পরীক্ষার্থীরা ৭৭ দিন উপস্থিত ছিলেন। ফলে উপস্থিতির হার যথাযথ না হওয়ায় তাঁদের থেকে ২৩ দিনের অনুপস্থিতি বাবদ জরিমানা ধার্য করা হয়। সেই জরিমানা নেওয়ার পরও তাঁদেরকে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। অথচ এমন অনেক পরীক্ষার্থী রয়েছেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ের উপস্থিতির নিয়ম মানেননি কিন্তু তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে।

এই ঘটনায় বৈষম্যের অভিযোগ তুলেছেন বাতিল পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফের আইনজীবী বৈষম্যের এই আবেদন যথাযথ কিনা তা জানতে সময় চান। বিচারপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, ২০২৩ সালের নভেম্বর মাসে সেশন শুরু হওয়ার পর কতগুলি কলেজকে বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছিল তা নিয়ে হলফনামা জমা দিতে হবে।

সেই রিপোর্টে সেশন চলাকালীন মধ্যবর্তী সময়ে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের সংখ্যাও জানাতে হবে। সেশন চলাকালীন যেসমস্ত কলেজগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেখান থেকে সেশনের মধ্যবর্তী সময়ে ভর্তি হওয়া কতজন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে অনুমোদন দেওয়া হয়েছে তাও জানাতে হবে।

.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top