No police action against Jhargram BJP candidate Pranath Tudu till June 21
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ৫ জুলাই পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে কোনো রকম পুলিশি পদক্ষেপ নয়। নতুন দায়ের হওয়া এফআইআর এ তদন্তে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। ১৯ জুলাই ফের শুনানি এই মামলার।
বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – ১ জুন নির্বাচনের দিন বিকেল চারটের সময়ের একটা ঘটনায় রাত ৮ টার সময় স্বত:প্রনোদিত এফয়াইয়ার দায়ের করে পুলিশ ।আইন অনুয়ায়ী এত দেরিতে স্বত:প্রনোদিত এফআইআর করা যায় না। আগামীকাল ভোটের গণনার দিন। এই পরিস্থিতিতে প্রার্থী যাতে বিনা বাধায় তার নির্বাচনী এলাকা পরিদর্শন করতে পারে তার জন্য তাকে সুরক্ষা দেওয়ার আর্জি। আইনজীবী আরও জানান এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় আদালত তাকে সুরক্ষাকবচ দিয়েছিল ১৪ জুন পর্যন্ত।