Why are male workers deprived of child care leave for female workers? The case is in the High Court.
রাজ্য
আদালত সংবাদদাতা :সন্তানের দেখভালের জন্য মহিলা কর্মীরা চাইল্ড কেয়ার লিভ পেলে পুরুষ কর্মীরা তা কেন পাবে না? এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মী এক স্কুল শিক্ষক। বুধবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষন করে মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ দাবি করেন, সন্তানের দেখাভালের জন্য মা এই ছুটি পেলে বাবা কেন বঞ্চিত হবেন? এনিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফেও এবার এব্যাপারে একটি নীতি বা পলিসি তৈরি করা হোক। তিনি আরও দাবি করেন, মামলাকারীর দুই সন্তান রয়েছে। শীঘ্রই তাঁরা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তারা তাদের মা-কে হারিয়েছে। তাহলে একাকী পিতা কেন সন্তানের দেখভালের জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন না? বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদন গ্রহণ করেছেন বিচারপতি সিনহা। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।