When can Utashree portal open? Now Calcutta High Court has summoned that information from the state.
রাজ্য
আদালত সংবাদদাতা :একটি বিজ্ঞপ্তি জারি করে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পোর্টাল বন্ধ থাকায় সবস্তরের শিক্ষকদের বদলি আটকে রয়েছে। যার জেরে একের পর এক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এমনই একটি মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করেছেন।
ঘটনা হল, কয়েক দিন আগে বদলি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ ছিল, পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয় থমকে থাকতে পারে না। পর্ষদকে অনলাইনের বদলে অফলাইনে বদলি আবেদন গ্রহণ করে তা কার্যকর করতে নির্দেশ দেন বিচারপতি মান্থা। এরপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার বিচারভার আসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে। সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সেকারণেই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনও জবাব মেলেনি।
পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা নির্দেশে জানান, কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আগস্ট মাসে ফের মামলার শুনানি।