Due to the dispute, the international project related to Iswarkana has not been done for two years! Surprised High Court
রাজ্য
আদালত সংবাদদাতা:সার্নে ইশ্বরকনা সংক্রান্ত আন্তর্জাতিক প্রকল্পের মেয়াদ ছিল পাঁচ বছর। স্রেফ বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক মানস মাইতির বিবাদের জেরে ২ বছর প্রকল্পের কোনও কাজই হয়নি। এই তথ্য সামনে আসার পরই রীতিমত বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ডিএসটি-র সঙ্গে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছে। যার জেরে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, টাকা নিয়ে আর গরিমসি চলবে না। ৯ আগস্টের মধ্যে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডিএসটি-র পদস্থ আধিকারিককে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে।
সেইমত সোমবার মামলার শুনানিতে অনলাইনে হাজির ছিলেন বিশ্ববিদ্যালের উপাচার্য ও ডিএসটি-র দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী। ডিএসটির তরফে বিজ্ঞানী গৌরব অগ্রবাল। তিনি জানান প্রথম পর্যায়ে প্রকল্পের কাজের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩৩ লক্ষ টাকা জমা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই অর্থ পাওয়ার প্রাপ্তি স্বীকার করে। যদিও প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক মানস মাইতি দাবি করেন, বিভিন্ন কারণে ইতিমধ্যেই দু’বছর অতিক্রান্ত হয়েছে। প্রথম পর্যায়ে যন্ত্রপাতি কেনার জন্য আরও অর্থ প্রয়োজন। বিষয়টি শুনেই বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরই ডিএসটিকে এক মাসের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য বাকি অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে মাসন বাবুর দ্বন্দ্বের কারণেই সার্নে ঈশ্বরকনা সংক্রান্ত প্রকল্পের কাজ দু’বছর থমকে রয়েছে। ২৩ সেপ্টেম্বর ফের মামলার শুনানি।