In Jharkhand assembly elections, ‘India Alliance’ is the hope, Chief Minister Hemant Soren won
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বড় সাফল্য পেয়েছে। বরহাইত আসন থেকে ৩৯,৭৯১ ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হারিয়েছেন বিজেপির গামলিয়েল হেমব্রমকে।নির্বাচনটি দু’দফায় অনুষ্ঠিত হয় ১৩ এবং ২০ নভেম্বর। ভোটদানের হার ছিল ৬৭.৭৪ শতাংশ। এবারের লড়াই ছিল মূলত ইন্ডিয়া বনাম এনডিএ জোটের মধ্যে।ইন্ডিয়া জোটে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), আরজেডি, কংগ্রেস এবং সিপিএম(এল)। এনডিএ জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, এজেএসইউ এবং এলজেপি।গত নির্বাচনের মতো এবারও ঝাড়খণ্ডে ‘মোদী-ম্যাজিক’ কাজ করেনি। ইন্ডিয়া জোট তাদের ঐক্যবদ্ধ কৌশল এবং জনমুখী ইস্যুতে ভর করে নির্বাচনে জয়লাভ করেছে। এনডিএ-র বিপরীতে ইন্ডিয়ার এই সাফল্য ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন মোড় আনবে বলে মনে করা হচ্ছে। এই জয় ঝাড়খণ্ডের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে, যেখানে ইন্ডিয়া বনাম এনডিএ লড়াই ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।