Hemant may take oath as Chief Minister on Tuesday, Rahul-Mamata-Kejriwal of India alliance may remain
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটের বছরের শুরুতে কেন্দ্রীয় এজেন্সির গ্রেপ্তারি, প্রায় ৬ মাস জেল খাটা, কোনও কিছুই প্রভাব ফেলল না জনতার দরবারে। ২৩ তারিখ বিধানসভার ফল প্রকাশের পর মনে হল, ঝাড়খণ্ডের মানুষ যেন তাঁরই প্রত্যাবর্তনের প্রহর গুনছিলেন। আদিবাসীপ্রধান রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের বসতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) প্রধান হেমন্ত সোরেন। সূত্রের খবর, ২৬ নভেম্বর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন তিনি। হেমন্তের শপথে আমন্ত্রণ জানানো হচ্ছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের। সূত্রের খবর, হেমন্তের শপথে আমন্ত্রণ জানানো হচ্ছে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদবদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অধিকাংশ নেতাই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
লোকসভা নির্বাচনে পর ইন্ডিয়া জোট একের পর এক ধাক্কা খেয়ে চলেছে। এর আগে হরিয়ানায় কার্যত ‘নিশ্চিত জয়’ হাতছাড়া হয়েছে কংগ্রেসের। এছাড়া মারাঠাভূমে একপেশেভাবে জয় পেয়েছে বিজেপি জোট।ইন্ডিয়া জোট কার্যত ধরাশায়ী। সেখানে একমাত্র হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের মানরক্ষা করেছেন। গোটা দেশে হতাশার মধ্যে হেমন্তই আশার আলো। সম্ভবত সেকারণেই তাঁর শপথগ্রহণের অনুষ্ঠানকে মেগা শো হিসাবে তুলে ধরতে চাইছে ইন্ডিয়া জোট।